ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন- আওয়ামী লীগ গণমানুষের সংগঠন‚ এদেশের স্বাধীনতা আন্দোলন থেকে দেশের প্রতিটি সংকটময় মুহূর্তে হাল ধরেছে আওয়ামী লীগ। এক সময়ে ঝুড়ি হিসাবে পরিণত হওয়া বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীত করে বিশ্বকে অবাক করে দিয়েছে আওয়ামী লীগ। বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। দেশের মানুষের ভেতর একটা আস্থা, বিশ্বাস ফিরে এসেছে। এই আস্থা বিশ্বাস যেন মানুষের মনে থাকে এবং গণতন্ত্রের ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, সেদিকে সকলকেই লক্ষ্য রাখতে হবে। যে কোনো প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।  শুক্রবার বিকালে উপজেলার চরমহল্লা ইউপির কাইল্যারচর গ্রামবাসী কর্তৃক আয়োজিত এক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।  মাস্টার আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আব্দুর রহমান ও ফয়জুল হক ফজলুর যৌথ পরিচালনায় এসময় বক্তব্য রাখেন- ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার‚ ছাতক পৌর সভার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু‚ সৈয়দ আহমদ‚ সিলেট মহানগর আ’লীগের সদস্য আব্দুস সোবাহান‚ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাহাদাত লাহিন‚ সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আমিন‚ কদর মিয়া‚ ইউপি চেয়ারম্যান আওলাদ হুসেন মাস্টার‚ উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক আফজাল হুসেন‚ ছাতক উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হুসেন‚ সাধারণ সম্পাদক উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ‚ চরমহল্লা ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত‚ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সুন্দর আলী‚ চরমহল্লা ইউপি আ’লীগের সভাপতি মতিউর রহমান‚ সাধারণ সম্পাদক সিরাজুল হক‚ শিক্ষক ফরিদ উদ্দিন‚ ইউপি সদস্য আব্দুল মতিন‚ মাওলানা নছিবুল হক‚ গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন‚ ছাত্রলীগ নেতা শিপলু আহমদ‚ সায়েস্তা তালুকদার‚ মাহবুব আলম‚ রুয়েল আহমদ‚ চরমহল্লা ইউপি ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর আলম‚ সাংগঠনিক সম্পাদক খালেদ খান প্রমুখ। সভার শুরুতে গণতন্ত্র মুক্তি আন্দোলনে শহীদ যুবলীগ নেতা নুর হোসেনের স্বরণে সবাই এক মিনিট নিরবতা পালন করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn