সময়টা বেশ ভালো সময় পার করছেন এ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী আনিসা বিনতে আবদুল্লাহ। সারাদেশে নিয়মিত কনসার্ট, রেডিও-টেলিভিশনে অনুষ্ঠান ও মিশ্র অ্যালবামে কণ্ঠ দিচ্ছেন তিনি। এছাড়া আগামি ১৪ নভেম্বর ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবে গান গাইবেন আনিসা,  সেখানে তাকে সম্মাননা দেয়া হবে। কোলকাতার হো চি মিন সরণির সত্যজিৎ রায় অডিটোরিয়ামে বিকেল ৫টায় এবারের উৎসব শুরু হবে।  জানতে চাইলে আনিসা বলেন, ‘এত বড় একটি অনুষ্ঠানে আমাকে দ্বিতীয়বার আমন্ত্রণ জানানো হয়েছে বিষয়টি সত্যি গর্বের। গতবারের মত দুই বাংলার বড় বড় শিল্পীর সঙ্গে একই মঞ্চে গাইতে পারব, এটাও একটা আনন্দের বিষয়। আশা করছি আমার গান সেখানকার শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’ সর্বশেষ ভারত-বাংলাদেশ মৈত্রী উৎসবেও গান গেয়েছিলেন আনিসা। সেখানকার রবীন্দ্র ভবনে বিকালে অনুষ্ঠিত ওই উৎসবে তাকে সম্মাননাও প্রদান করা হয়। এবারের ভারত সফর নিয়ে দারুণ উচ্ছসিত এই গায়িকা। এবারের উৎসব উদ্বোধন করবেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী কবীর সুমন। এসময় উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের কারিগরী শিক্ষা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী পূর্ণেন্দু বসু, খাদ্য প্রক্রিয়াকরন মন্ত্রী আবদুর রেজ্জাক মোল্লা, শ্রম মন্ত্রী জাকির হোসেন, কথা সাহিত্যিক সৈয়দ মাজহারুল পারভেজ,সাংবাদিক রফিকুল আনোয়ার, কণ্ঠশিল্পী নূপুর কাজী, কল্যানী কাজী, চিত্রশিল্পী অজয় সান্ন্যালসহ আরো অনেকে উপস্থিত থাকবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn