রোববার দুপুরে রংপুরে এরশাদের নিজ বাসভবন পল্লী নিবাসে ঈদ উদযাপন করতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

টঙ্গীতে কারখানায় বয়লার বিস্ফোরণে মানুষের প্রাণহানিতে উদ্বেগ প্রকাশ করে এরশাদ  বলেন, বয়লার বিস্ফোরণে সেখানে কত মানুষ মারা গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে কীভাবে সেখানে আগুন লাগলো, এর জন্য কারা দায়ী তা খতিয়ে দেখতে হবে।

এ সময় তিনি সরকারকে এ বিষয়ে খতিয়ে দেখার জন্য আহ্বান জানান।

রংপুরের মানুষের সাথে ঈদ উদযাপন করতে তিনি রংপুরে এসেছেন বলেও জানান।

এর আগে, সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে আসেন এরশাদ। এরপর, নগরীর দর্শনা এলাকায় নিজ বাস ভবনে আসলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এ সময় তার ছোট ভাই পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn