- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

অর্থ ও সম্পদের বিনিময়ে মুক্তি পেতে রাজি হয়েছেন আটক সৌদি প্রিন্সরা

অভিযোগ থেকে প্রত্যাহার ও মুক্তির বিনিময়ে সৌদি আরবে আটক প্রিন্স এবং ব্যবসায়ীরা অর্থ-সম্পদ ফেরত দিতে রাজি বলে জানিয়েছে সরকার। দেশটির অ্যাটর্নি জেনারেল শেখ সৌদ আল মুজিব এক বিবৃতিতে জানিয়েছেন, শিগগিরই আটককৃতদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো যাবে।  এদের মধ্যে শীর্ষ ধনী আলওয়ালিদ বিন তালালও রয়েছেন। তাদের সঙ্গে চুক্তি করার বিষয়টিও চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। প্রিন্স ও ব্যবসায়ী মিলে দুইশজনের বেশি নাগরিককে আটক করেছে সরকার। এর মধ্যে ১৫৯ জন এখনো আটক রয়েছেন। প্রয়াত বাদশাহ আবদুল্লাহের পুত্র প্রিন্স মিতেবকে মুক্তি দেওয়া হয়েছে। গোপন সম্পদ সমর্পণ করতে রাজি হওয়ায় তাকে মুক্তি দেয়া হয়। সিএনএন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]