- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

‘আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার -ড. জয়া সেনগুপ্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ ২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, ‘আওয়ামীলীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। নারী শিক্ষা ও কারিগরি শিক্ষার উন্নয়নে ও প্রসারে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের উদ্যেশ্যে তিনি বলেন, ‘তোমরা যদি নিজেকে প্রতিষ্ঠা করতে পার তা হলে তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তোমাদের প্রতি অনেক আশা দায়িত্বশীল নাগরিক হিসেবে তোমরা নিজেদেরকে প্রকাশ করবে। তোমরা ভাল মানুষ হবে।’ সোমবার দুপুর ১২টায় দিরাইয়ে পৌর সদরের সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউটের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।  ইন্সটিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি সৌমেন সেনগুপ্তের সভাপতিত্বে এবং শিক্ষক মিজানুর রহমান ও কংকা গোস্বামীর যৌথ পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, ভারপ্রাপ্ত ইউএনও সাহিদুল আলম, সুরঞ্জিত সেনগুপ্ত মহিলা কলেজের অধ্যক্ষ মিহির রঞ্জন দাস, সিরাজ উদ দৌলা, অ্যাড. সোহেল আহমদ, অ্যাড. অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক জাকির হোসেন ও কামাল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সুরঞ্জিত সেনগুপ্ত পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]