- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

আতিয়া মহল থেকে ৪ জঙ্গির লাশ উদ্ধার: সেনাবাহিনী

 সিলেটে অভিযান নিয়ে সেনাবাহিনী কিছুক্ষণ আগে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানিয়েছে, ‘আতিয়া মহল’ থেকে একজন নারীসহ চারজন জঙ্গির মরদেহ পাওয়া গেছে। এদের মধ্যে দুজন জঙ্গির মরদেহ পাওয়া যায় গতকালই। ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান সাংবাদিকদের জানান, ‘আতিয়া মহল’ এর নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে আছে। তবে ওই বাড়িতে অনেক বিস্ফোরক মজুদ থাকতে পারে বলে মনে করছেন তারা। তিনি জানান, বাড়িটিতে তল্লাশি আরো চলবে। সিলেটের ওই বাড়ি ঘিরে ‘অপারেশন টোয়াইটলাইট’ নামে অভিযানটি এখনো শেষ হয়নি বলে জানান মি:আহসান। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সচিবালয়ে সাংবাদিকদের জানান, যেকোনও সময় সিলেটে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে সেনা কমান্ডোদের অভিযান শেষ হব

তিনি বলেন, যাতে প্রাণের ক্ষতি না হয় সেজন্য সেনা কমান্ডোরা ধীরেসুস্থে এগুচ্ছেন, ফলে হয়তো সময় বেশী লাগছে। সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় আলোচিত বাড়ি ‘আতিয়া মহল’কে ঘিরে বড় সংখ্যায় সেনা কমান্ডোরা অবস্থান নিয়ে অভিযান চালাচ্ছেন। বিবিসির সংবাদদাতা আকবর হোসেন জানিয়েছেন, সোমবার সকাল থেকেই বেশ কিছুক্ষণ একটানা গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর থেকে থেমে থেমে গুলির শব্দও পাওয়া যায়। দুপুর ২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিস্ফোরণের শব্দ বেশি শোনা গেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]