- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

আপনার ফেসবুক প্রোফাইল কে কে দেখেছে? জেনে নিন

আপনার ফেসবুকে প্রোফাইল কারা ভিজিট করেছেন, তা জানতে ইচ্ছে করে না? আমাদের সম্পর্কে অনলাইন দুনিয়ায় কার কার আগ্রহ রয়েছে, তা জানার আগ্রহ প্রায় আমাদের সবারই। ফেসবুকেরও আগে সোশ্যাল নেটওয়ার্কিং-এর দুনিয়ায় ঝড় তোলা অর্কুট-এ ‘রিসেন্ট ভিজিটর’ অপশন ছিল।সেখান থেকে সহজেই জানতে পারতেন, কারা আপনার প্রোফাইল নেড়েচেড়ে দেখছে। ফেসবুক কখনোই এরকম কোনো অপশন রাখেনি। অর্কুটও এখন অতীত। তবু সোশ্যাল নেটওয়ার্কিং-এ কারা আপনার সম্পর্কে আগ্রহী, তা জানতে পারবেন সহজেই। সেই উপায়ই আপনাদের জানাবো এখানে।

কয়েকটা সহজ স্টেপ ফলো করে জেনে নিন ফেসবুকে আপনার প্রোফাইল সম্প্রতি কারা ভিজিট করেছেন।

* প্রথমে ফেসবুকে লগইন করুন।

* টাইমলাইনে রাইট ক্লিক করুন। ‘view page source’ সিলেক্ট করুন।

* কোডে ভরা একটা পেজ খুলবে। বিভ্রান্ত হবেন না। আপনি ঠিক পথেই এগোচ্ছেন।

* কিবোর্ডে CTRL+F প্রেস করুন।

* পেজের ডান দিকে যে সার্চ বক্স খুলবে সেখানে টাইপ করুন InitialChatFriendsList

* InitialChatFriendsList-এর পাশে নম্বরের একটা তালিকা দেখতে পাবেন।

* যাঁরা আপনার টাইমলাইন ভিজিট করেছেন, তাঁদের আইডি’র তালিকা আসবে।

* এরাই যে আপনার টাইমলাইন ভিজিট করেছে, তা নিশ্চিত করতে অ্যাড্রেস বারে টাইপ করুন: facebook.com/তারপরে আইডি। এন্টার মারলেই আপনার ভিজিটরের পেজে ল্যান্ড করবেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]