আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাগলানে সরকারি বাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকটি গ্রাম তালেবান জঙ্গিদের হাত থেকে নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে। এ সময় অন্তত চার জঙ্গি নিহত হয়। সোমবার প্রাদেশিক পুলিশ প্রধান নূর হাবিব গুলবাহারী একথা জানান। সাংবাদিকদের তিনি বলেন, ‘এই অভিযানে অন্তত চার তালেবান বিদ্রোহী নিহত ও অপর পাঁচজন আহত হয়েছে। এ ছাড়াও বিগত ২৪ ঘণ্টায় এই অভিযানে দান্দ-ই-গোরি জেলার বেশ কয়েকটি গ্রামকে তালেবান জঙ্গিদের কবল থেকে মুক্ত করা হয়েছে।’ তবে এ ব্যাপারে তালেবান জঙ্গিদের কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn