- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

‘আমরা তোমাদের প্রতিবাদী কণ্ঠকে সম্মান করি’

নিরাপদ সড়কের দাবিতে রাজপথে নামা শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্লিজ তোমরা শান্ত হও। আমরা তোমাদের প্রতিবাদী কণ্ঠকে সম্মান করি। দেশ ও জনগণের স্বার্থে, শিক্ষার সুন্দর পরিবেশ রক্ষার স্বার্থে তোমরা অপশক্তির উসকানির মুখে বিভ্রান্ত হবে না। শুক্রবার (৩ আগস্ট) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর এক যৌথসভায় তিনি এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিটের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহানগরের অন্তর্গত দলীয় সংসদ সদস্য, থানা ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক সহ দলীয় কাউন্সিলর এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকদের নিয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে কাদের বলেন, তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তোমরাই আমাদের ভবিষ্যতের নেতা। তোমাদের কাছে অনুরোধ, তোমরা শান্ত হও। তিনি আরও বলেন, আমি গতকাল অনেক ছাত্র-ছাত্রীর বক্তব্য শুনেছি, তাদের মধ্যে শুভবোধ আছে। এই শুভ বোধ জাগ্রত হয়েছে, এটা আমাদের কাজে লাগবে ভবিষ্যতের জন্য।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]