আমার দেখা এটাই বাংলাদেশের সেরা দল: রঙ্গনা হেরাথ

একে তো ঘরের মাঠ তার উপরে কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে সিরিজ জয়। এর আগে ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতেছে। তবুও বাংলাদেশকে কিছুতেই সহজভাবে নিচ্ছে না লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। তার মতে, এটাই বাংলাদেশের সেরা দল।

দারুণ সময় কাটাচ্ছে শ্রীলঙ্কা, অন্যদিকে নিউজিল্যান্ড সিরিজে সব ক’টি ম্যাচ হেরেছে বাংলাদেশ। গত মাসে ভারতের বিপক্ষে একমাত্র টেস্টেও হেরেছে মুশফিকের দল। তবুও গেল দুই বছরের বাংলাদেশ দলের উন্নতির গ্রাফ অস্বস্তিতে ফেলছে হেরাথকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের সাথে আলাপকালে হেরাথের কন্ঠে বারবারই ফুটে ওঠে বাংলাদেশ নিয়ে তার দুঃচিন্তা।

লঙ্কান অধিনায়কের মতে, বর্তমান বাংলাদেশ দলটিই সেরা। তিনি বলেন, ‘যে দলটি আমাদের দেশে খেলতে এসেছে; আমার দেখা এটাই বাংলাদেশের সেরা দল। কয়েক মাস আগে তারা দারুণভাবে ইংল্যান্ডকে হারিয়েছে। যদিও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স সেরকম হয়নি। নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে গেছে। আমি মনে করি টেস্ট ক্রিকেটে তাদের আরও কাজ করতে হবে। তারা যে উন্নতি করছে তা নিয়ে সন্দেহ নেই।’

আগামী সাত মার্চ টেস্ট দিয়ে শুরু হওয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজটি বেশ চ্যালেঞ্জিং হবে বলেই মনে করেন হেরাথ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn

এ বিভাগের আরো খবর

তানজিদের ফিফটির পর রিশাদ-ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ 

তানজিদের ফিফটির পর রিশাদ-ঝড়ে সিরিজ জিতল বাংলাদেশ 

পুত্র সন্তানের জন্ম দিয়ে মারা গেলেন নারী ফুটবলার রাজিয়া   

পুত্র সন্তানের জন্ম দিয়ে মারা গেলেন নারী ফুটবলার রাজিয়া   

মার্চে আসছে শ্রীলঙ্কা, সিলেটে ৩ টি-টোয়েন্টি ও প্রথম টেস্ট

মার্চে আসছে শ্রীলঙ্কা, সিলেটে ৩ টি-টোয়েন্টি ও প্রথম টেস্ট