দলের মধ্যে চ্যালেঞ্জ, জোটের মধ্যেও চ্যালেঞ্জ। ক্ষমতাসীন দলের হেভিওয়েট প্রার্থীর চ্যালেঞ্জ। এইসব চ্যালেঞ্জ মোকাবেলা করে টানা দ্বিতীয়বারের মতো আরিফুল হক চৌধুরী মেয়র পদে বিজয়ী হবেন, এ নিয়ে দৃঢ়ভাবে আশাবাদী লোকের সংখ্যা খুব বেশি ছিল না। কিন্তু দিনশেষে এটাই সত্য, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র পদে আবারও বসতে যাচ্ছেন আরিফ। না, নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে আরিফকে বিজয়ী ঘোষণা করেনি এখনও। এজন্য অপেক্ষা করতে হচ্ছে ১১ আগস্ট পর্যন্ত। সেদিন সিসিক নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্রে নির্বাচন হবে। প্রধান প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরানের চেয়ে এমন এক কঠিন সমীকরণে এগিয়ে আছেন আরিফ, যে সমীকরণ মেলানো কামরানের জন্য ভীষণ কঠিন। অর্থাৎ, আরিফের মেয়র হওয়া প্রায় নিশ্চিত। টানা দ্বিতীয়বার মেয়র হওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরী বলছেন, তার ‘একটাই স্বপ্ন, আগামী দিনের সিলেট গড়া’। নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরিফ বলেন, ‘কঠিন পরিস্থিতিতে প্রতিকূলতা মোকাবেলা করে নগরবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাদের ঋণ শোক করার নয়। তবে আমি তাদের সেবক হিসেবে কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘নির্বাচনের ফলাফল বানচালে নানামুখী ষড়যন্ত্র হয়েছে। কিন্তু জনগণ যেভাবে তাদের ষড়যন্ত্রের জবাব দিয়েছে তা সত্যি প্রশংসনীয়।’ ‘সবাইকে নিয়ে সিলেট নগরীকে সাজাতে চাই’ মন্তব্য করে বিএনপি নেতা আরিফ বলেন, ‘আমার প্রথম কাজ হবে যে উন্নয়ন প্রকল্পগুলো শুরু করেছি সেগুলো শেষ করা। এরপর হাত দেব নতুন প্রকল্পে।’ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকার এবং নাগরিকদের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন আরিফ। তিনি আরও বলেন, ‘‘গত মেয়াদে আমি মেয়র থাকাকালে এসবের অনেকগুলোই শেষ করতে পারতাম। কিন্তু পাঁচ বছরের মধ্যে প্রায় ৩০ মাস কারাগারে ছিলাম। এবারও আমি পাঁচ বছরের জন্য হয়তো নির্বাচিত হব ঠিকই। কিন্তু কতো দিন দায়িত্ব পালন করতে পারবো, জানি না। আবারও নতুন কোনো ষড়যন্ত্র শুরু হয় কি না, তাও দেখার বিষয়। তবে আমি শুধু এটুকুই বলবো, ‘ষড়যন্ত্র করে কখনো সফল হওয়া যায় না।’’ সবার জন্য বাসযোগ্য আগামীর সিলেট গড়তে চান উল্লেখ করে আরিফ বলেন, ‘আমার একটাই স্বপ্ন, আগামীর সিলেট গড়তে চাই, নতুন সিলেট গড়তে চাই। যে সিলেটে সবকিছুই হবে পরিকল্পিত। একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিচ্ছন্ন সিলেট গড়তে চাই।’ আগামী দিনে দায়িত্ব পালনে আওয়ামী লীগ নেতা সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন আরিফ।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn