- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

ইউটিউবে ভাইরাল হতে গিয়ে প্রেমিক হারালেন প্রাণ

 এক প্রেমিক তার বুকের সামনে একটি বইকে (ডিকশনারি) বর্ম হিসেবে ধরে প্রেমিকাকে বললেন গুলি করতে। ভেবেছিলেন এমন একটি দৃশ্য ধারণ করে ইউটিউবে পোস্ট করলে ভাইরাল হবে। কিন্তু তারা কি স্বপ্নেও ভেবেছিল তাদের ভাগ্যে কি পরিণতি অপেক্ষা করছে? তাই তো প্রেমিকার ছোড়া গুলিতে প্রাণ গেল প্রেমিকের। ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে। নিহত প্রেমিকের নাম পেড্রো রুইজ। তার প্রেমিকার নাম মোনালিসা পেরেস।  বিবিসির খবরে বলা হয়, মিনেসোটা অঙ্গরাজ্যের হ্যালস্টাডে ২০১৭ সালের ২৬ জুন এই ঘটনা ঘটে। আদালত এই ঘটনায় মোনালিসাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে।  মামলার বিবরণ অনুযায়ী, গত বছর জুন মাসে পেড্রো ও মোনালিসা পরীক্ষা চালিয়ে দেখার সিদ্ধান্ত নেন যে একটি বন্দুকের গুলি ডিকশনারি ভেদ করতে পারে কি না। তাদের ধারণা ছিল, গুলি ডিকশনারি ভেদ করতে পারবে না। আরও ভেবেছিলেন সেই ভিডিওটি ইউটিউবে পোস্ট করা হলে সেটি ভাইরাল হবে এবং তারা বিখ্যাত হয়ে উঠবেন। পরিকল্পনা অনুযায়ী মোনালিসা তার শক্তিধর ডেজার্ট ঈগল বন্দুক দিয়ে পেড্রোর বুকে গুলি চালান। মোনালিসার ছোড়া গুলি ১.৫ ইঞ্চি পুরু ডিকশনারি ভেদ করে পেড্রোর বুকে গিয়ে লাগে। গুলি লাগার পর পেড্রো পড়ে যান। জরুরি ভিত্তিতে ডাক্তার ডাকা হয়। কিন্তু শেষ পর্যন্ত পেড্রোকে বাঁচানো যায়নি। এই পরীক্ষার সময় ঘটনাস্থলে অন্তত ৩০ জন দর্শক উপস্থিত ছিলেন। এই নিয়ে যে মামলা হয় তাতে প্রমাণিত হয় পেড্রো নিজেই চেয়েছিলেন তার ওপর গুলি চালানো হোক। এরপরও অনিচ্ছাকৃত খুনের জন্য মোনালিসা আদালতে দোষ স্বীকার করেন। পরে আদালত তার বিরুদ্ধে লঘু দণ্ডের রায় দেয়। পেড্রো ও মোনালিসা তাদের জীবনযাত্রার ভিডিও প্রতিদিন ইউটিউবে পোস্ট করতেন। নানা ধরনের প্র্যাংক বা রসিকতাও করতেন অনলাইনে। কিন্তু সেগুলো ছিল নির্দোষ রঙ্গরসিকতা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]