- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

উত্তর প্রদেশ ও উত্তরখণ্ডে বিজেপি জয়ী, পাঞ্জাবে কংগ্রেস

ভারতের ৫ রাজ্যে হওয়া বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশ ও উত্তরখণ্ডে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। অন্যদিকে পাঞ্জাবে জয় পেয়েছে কংগ্রেস। উত্তর প্রদেশে ৪০৩ আসনের মধ্যে বিজেপি জয় পেয়েছে ৩১০ আসনে। এখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ২০২টি আসন। বিজেপির নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ভারতের সমাজবাদী পার্টি পেয়েছে ৬৮টি আসন। উত্তরখণ্ডে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছিল ৩৬টি আসন। সেখানে বিজেপি জয় করে নিয়েছে ৫১টি আসন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের আসন সংখ্যা ১৬টি। অন্যদিকে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ পাঞ্জাব আসনে জয় পেয়েছে কংগ্রেস। সেখানে ৭৩ আসনে জয় পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কংগ্রেস। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আম আদমী পার্টি পেয়েছে ২৪টি আসন। অপর দুই রাজ্যের মধ্যে মনিপুরে এগিয়ে আছে বিজেপি। ৬০ আসনের মধ্যে ৪৫ আসনের ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে বিজেপি পেয়েছে ১৯টি আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ১৬টি আসন। এখানে তীব্র প্রতিদ্বন্দ্বীতার সম্ভাবনা দেখছে বিশ্লেষকেরা। অন্যদিকে গোয়ায় এগিয়ে আছে কংগ্রেস। ৪০ আসনের মধ্যে ২৫টির ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে কংগ্রেস পেয়েছে ১৪টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য তাদের প্রয়োজন আরো ৭টি আসন। এই রাজ্যে বিজেপি পেয়েছে ৮টি আসন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]