- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

নারী নির্যাতনের মামলা: জামিন পেলেন ক্রিকেটার সানি

নারী নির্যাতনের মামলায় জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আরাফাত সানিকে এক মাসের জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন। সানির আইনজীবী জুয়েল আহমেদ জানান, আজ সানির জামিন শুনানি হয়েছে। শুনানি শেষে বিচারক সানিকে এক মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে আজ সানিকে আদালতে হাজির করা হয়নি। তিনি জানান, সানি জামিন পেলেও তথ্যপ্রযুক্তি আইনের আরেক মামলায় বন্দি থাকায় শিগগিরই মুক্তি পাচ্ছেন না।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি তথ্যপ্রযুক্তি আইনের মামলায় বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল সানির জামিন নাকচ করে দেন। বর্তমানে দুই মামলায় সানি কারাগারে আটক আছেন। আগামী ১৫ মার্চ তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সানির জামিন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ক্রিকেটার আরাফাত সানি ও মা নার্গিস আক্তারের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেন নাসরিন সুলতানা। ওই দিন বিচারক রেজানুর রহমান মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।

২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আরাফাত সানিকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানার পুলিশ। এর পর সানিকে আদালতে হাজির করা হলে ঢাকার মহানগর হাকিম প্রণব কুমার হুই একদিনের রিমান্ড দেন। এ ছাড়া সানির বিরুদ্ধে যৌতুকের অভিযোগে মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে আরেকটি মামলা করেন নাসরিন সুলতানা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]