বিনোদন ডেস্ক।।

বলিউডে স্বজনপ্রীতিকে কেউ যদি সবচেয়ে বেশি প্রশ্রয় দেন, সেই ব্যক্তি হলেন করণ জোহর। কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসে পরিচালক-প্রযোজক করণকে এভাবেই আক্রমণ করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। তবে সেই সময় কঙ্গনার বক্তব্যের পাল্টা কোনো জবাব দেননি  করণ । সম্প্রতি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে গিয়ে এক সাক্ষাৎকারে করণ বলেন, ‘আমার শোয়ে কঙ্গনা অতিথি হয়ে এসেছিলেন সেদিন তাঁর বক্তব্যকে সম্মান জানিয়েছি। প্রত্যেকের নিজের মতপ্রকাশের অধিকার আছে’। কঙ্গনার বক্তব্য প্রসঙ্গে করণ জানিয়েছেন, আমাকে স্বজনপোষণের ধারক যখন বলেছেন, তখন অভিনেত্রী নিশ্চয়ই এই কথার মানেও ভাল বুঝতে পেরেছেন। তবে কর্ণের প্রশ্ন স্বজনপ্রীতি মানে কঙ্গনা কী বলতে চেয়েছেন? তিনি কী ছবির জগতে শুধু তাঁর ভাইপো, ভাইঝি, তুতো বোন, ভাইকেই সুযোগ দেন। আর যেসমস্ত নবাগত পরিচালক, অভিনেতা, অভিনেত্রীরা তাঁর হাত ধরে এই ইন্ডাস্ট্রিতে এসেছেন, তাঁদের সম্পর্কে অভিনেত্রীর কী মত? অবশ্য করণ বলেন, ‘আমি এবিষয়ে কঙ্গনার মতামত জানতেও চাইনা। কারণ নিজেকে বাইরের জগতের কাছে  সবসময় শোষিত দেখানোর অভ্যেসটা মোটেই ঠিক নয়। বলিউড ইন্ডাস্ট্রি যদি এতটাই খারাপ হয়ে, তাহলে ছেড়ে চলে যাও।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn