- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

কাবুলে শিয়া সম্প্রদায়ের কার্যালয়ে বোমা হামলায় নিহত ৪০

আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলীয় এক এলাকায় শিয়া সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র এবং সংবাদ সংস্থা আফগান ভয়েসের কার্যালয়ে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ৩০ জন আহতের খবর জানাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ওই একই স্থানে আরো দুটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। বৃহস্পতিবার সকালে আফগান ভয়েস এবং তেবিয়ান সেন্টারের কার্যালয়ের কাছে বোমাটির বিস্ফোরণ হয়। 
ওয়ান টিভি নিউজকে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, এটি আত্মঘাতী বোমা হামলা বলে সন্দেহ করা হচ্ছে। সম্ভবত একজন আত্মঘাতী এ হামলা চালিয়েছে। হামলায় প্রাণে বেঁচে যাওয়া এক ব্যক্তিকে উদ্ধৃত করে টোলো নিউজ জানায়, বৃহস্পতিবার অ্যাক্টিভিস্টরা তেবিয়ান কালচারাল সেন্টারে একটি বৈঠকের জন্য জড়ো হয়েছিলেন। তখন এক আত্মঘাতী হামলাকারী তার সঙ্গে থাকা বোমা বিস্ফোরণ ঘটায়। 
আফগানিস্তানের উপ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র নাসরাত রাহিমি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘তাবিয়ান কালচারাল সেন্টারটি হামলার লক্ষ্য ছিল। আফগানিস্তানে সোভিয়েত অভিযানের ৩৮ তম বার্ষিকী পালনের জন্য সেখানে এক অনুষ্ঠান চলার সময় বোমাটির বিস্ফোরণ হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, প্রচণ্ড বিস্ফোরণে পার্শ্ববর্তী আফগান ভয়েসের ভবন ভেঙে গেছে। আফগান জার্নালিস্টস সেফটি কমিটি (এজেএসসি) হামলার নিন্দা জানিয়েছে। বিবিসি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]