- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

কালনীর তীরে শুরু হচ্ছে দু’দিনব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসব

দিরাইয়ে কালনীর তীরে বাউলের নিজ গ্রাম উজান ধলের সবুজ মাঠে আজ থেকে দু’দিনব্যাপী শাহ আবদুল করিম লোক উৎসব শুরু হচ্ছে। ওলটাইমের সৌজন্যে এবং প্রাণ পটেটো ক্র্যাকারের সহযোগীতায় অনুষ্ঠানটির আয়োজন করেছে বাউল সম্রাট শাহ আবদুল করিম পরিষদ।
পরিষদের চেয়ারম্যান করিমপুত্র শাহ নুর জালাল বাবুল জানান- শুক্র ও শনিবার দুইদিন এই উৎসব চলবে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় লোকউৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
এরপর চলবে বাউল সম্রাটের সৃষ্টি ও কর্মের উপর আলোচনা সভা। সন্ধ্যা থেকে রাতব্যাপী চলবে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহনে বাউল করিমের কালজয়ী গানের উৎসব। ফকির আলমগীর, কাজী শুভ, আশিক, নিউ সাবিনা ইয়াছমীন, শিউলী ও বাউল শিল্পী সুনীল কর্মকারসহ স্থানীয় বাউল শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]