- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

‘কৃষিবান্ধব কর্মসূচির ফলে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ’

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকারের কৃষিবান্ধব বিভিন্ন কর্মসূচির ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়ে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তিনি কৃষিক্ষেত্রে বর্তমান সরকারের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রতিকুল আবহাওয়া, নানা রকমের প্রাকৃতিক দুর্যোগ, জনসংখ্যার আধিক্যসহ সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আজ শনিবার সিলেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান সারাবিশ্বে চতুর্থ। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আমাদের কৃষিবিদরা সরকারের এই মহতি উদ্যোগের সাথে ওতোপ্রোতভাবে জড়িত। তাদের জীবনমানের উন্নয়ন হলে সামগ্রিক কৃষিখাতে এর প্রতিফলন ঘটবে।’

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]