সেজুল হোসেন (ফেসবুক স্ট্যাটাস থেকে)

ক্রিকেটার মাশরাফি নয়, আমি ভালোবাসি মানুষ মাশরাফিকে। বিশেষ করে সেই দিন থেকে। বাংলাদেশ বনাম আফগানিস্তানের তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ। রাত ৯ টার কিছু আগে সব বিধি বিধান ভেঙে মাঠে ঢুকে পড়লেন এক ভক্ত। মাশরাফি তাকে বুকে জড়িয়ে ধরলেন। ভক্তকে বাঁচাতে, খেলা ভুলে, নিজেই হয়ে উঠলেন নিরাপত্তা দেওয়াল। পাগল ভক্তকে যখন মাঠের বাইরে নিয়ে যাওয়া হলো তখনও দূর থেকে ইশারা ইঙ্গিতে বারবার বলছিলেন, যেন তাকে সুরক্ষা দেওয়া হয়, যেন তার ক্ষতি না হয়। দেশকে ভালোবেসে শরীরে অসুখ নিয়েও দিনের পর দিন খেলেছেন মাশরাফি। বাংলাদেশকে হাসতে দেখলে মাশরাফির শরীরে অসুখ থাকে না, লাগেনা মেডিসিন। মানবিক বৈশিষ্ঠসমৃদ্ধ দেশপ্রেমিক মাশরাফি ক্রিকেট ছেড়ে দিলেও, দীর্ঘকাল মানুষের মনে শ্রদ্ধার মানুষ, ভালোবাসার মানুষ হয়েই থাকবেন। জীবনের চূড়ান্ত স্বার্থকতা এখানেই।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn