শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে লাইভে এসে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে আটক করা হয়েছে। গতকাল রাতে উত্তরা থেকে তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে ফেসবুক লাইভে নওশাবা বলেন, ‘ঝিগাতলায় আমাদের ছোট ভাইদের (শিক্ষার্থী ইঙ্গিত করে) একজনের চোখ তুলে ফেলা ও চারজনকে মেরে ফেলা হয়েছে। একটু আগে ওদেরকে অ্যাটাক করা হয়েছে। ছাত্রলীগের ছেলেরা সেটা করেছে। প্লিজ, প্লিজ ওদেরকে বাঁচান।তারা ঝিগাতলায় আছে। আপনারা এখনই রাস্তায় নামবেন ও আপনাদের বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবেন, এটা আমার রিকোয়েস্ট। বাচ্চাগুলো নিরাপত্তাহীনতায় আছে। যে পুলিশরা আছেন আপনারা অবশ্যই নিজেদের বাচ্চাদের প্রোটেকশন দেন।  আপনারা প্লিজ কিছু একটা করেন। আপনারা সবাই একসাথে হোন। আমি এ দেশের মানুষ, এ দেশের নাগরিক হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি।’  তার এ ভিডিও লাইভের সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হয়। এদিকে গুজব ছড়ানোর অভিযোগে গতকাল রমনা থানায় ২৮টি ওয়েবসাইট ও পোর্টালের বিরুদ্ধে মামলা হয়েছে

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn