রফিকুল ইসলাম কামাল :: সিলেট সিটি নির্বাচনে বড় দুই দল-আওয়ামী লীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা এখন প্রচারণায় পার করছেন বিরামহীন সময়। এই তুমুল ব্যস্ততার মধ্যেই দায়িত্বশীল নেতাদের সাথে নিয়ে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করছেন উভয় মেয়র প্রার্থী। নগরবাসীর দৃষ্টি কাড়তে ইশতেহারে উভয় মেয়র প্রার্থীই ‘চমক’ রাখছেন। কয়েকদিনের মধ্যে ঘটা করে এই ইশতেহার ঘোষণা করবেন তারা। আগামী ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১০ জুলাই প্রতীক বরাদ্দের পর থেকে সকল প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এবার টানা চতুর্থবারের মতো সিসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। অন্যদিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীর এবার টানা দ্বিতীয় নির্বাচন। কামরান ও আরিফ উভয়ই এবারের নির্বাচনে জয়ী হয়ে নগর ভবনে মেয়রের চেয়ার নিজের দখলে নিতে চান। এ লক্ষ্যে নিজেদের নির্বাচনী ইশতেহার যাতে নগরবাসীর পছন্দসই হয়, সে জন্য কাজ করছেন তারা। আওয়ামী লীগ ও বিএনপির বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বদর উদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরীর নির্বাচনী ইশতেহারের বিষয়টি তদারকি করছেন দল দুটির স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা। সিসিকের গত নির্বাচনে কামরান ও আরিফের যে ইশতেহার ছিল, সেই ইশতেহারের সাথে যোগ-বিয়োগ করে নতুন ইশতেহার প্রস্তুত করা হচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উভয়ের নির্বাচনী ইশতেহারে ‘কমন’ কিছু বিষয় থাকছে। সিলেটকে সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার বিষয়টি আরিফ ও কামরান উভয়ের নির্বাচনী ইশতেহারেই থাকছে। এছাড়া তথ্যপ্রযুক্তির দিক থেকে সিলেট নগরীকে অগ্রসরমান করা, পুরো নগরীকে ওয়াইফাইয়ের আওতায় আনা, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নাগরিক সুযোগ-সুবিধা বাড়ানো, বিনোদনের সুযোগ বৃদ্ধি, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত রাখা, বিশুদ্ধ পানির সরবরাহ বৃদ্ধি, ভাতা বৃদ্ধি ও আওতা বাড়ানো প্রভৃতি বিষয়গুলোও উভয় মেয়র প্রার্থীর ইশতেহারে উল্লেখ থাকবে। তবে কামরান ও আরিফ উভয়েই নিজেদের নির্বাচনী ইশতেহারে ‘বিশেষ কিছু’ রাখতে চাইছেন। এই বিশেষ কিছুকে তারা ‘চমক’ হিসেবে নগরবাসীর সামনে উপস্থাপন করবেন। ইশতেহার ঘোষণার আগে এ বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। জানতে চাইলে মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ সিলেটভিউকে বলেন, ‘কয়েকদিনের মধ্যেই আমরা নির্বাচনী ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো। ইশতেহারে চমক থাকছে। তবে এ বিষয়টি এখনই খোলাসা করতে চাই না।’ মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘যুগোপযোগী নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। সিলেট নগরীর উন্নয়নকে গুরুত্ব দিয়ে, মানুষের আকাক্সক্ষাকে গুরুত্ব দিয়ে ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। ইশতেহারে বিশেষ কিছুই থাকবে নগরবাসীর জন্য।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn