- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

চাহিদার দ্বিগুণ মাছ উৎপাদন হয় সুনামগঞ্জে

সুনামগঞ্জে মাছের চাহিদা বছরে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন। তবে গতবছর জেলায় মাছের উৎপাদন হয়েছে প্রায় ৯৪ হাজার ২৭৭ মেট্রিক টন, যা চাহিদার প্রায় দ্বিগুণ। অতিরিক্ত ৪৩ হাজার ৮৪২ মেট্রিক টন মাছ বিভিন্ন জেলায় পাঠানো হয়। মৎস্য সপ্তাহ উপলক্ষে বুধবার আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা মৎস্য বিভাগ থেকে এই তথ্য জানানো হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে  সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম। এতে জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক মৎস্য সপ্তাহ উপলক্ষে সাত দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন।  কর্মসুচির মধ্যে রয়েছে র‍্যালি, আলোচনা সভা, পোণা অবমুক্তকরণ, প্রমাণ্যচিত্র প্রদর্শন, ফরমালিনবিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট, মৎস্য মেলা, স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, হাটবাজার ও জনবহুল স্থানে মৎস্যচাষে উদ্বুদ্ধকরণ সভা, মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠান। জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, ‘সুনামগঞ্জে মাছ চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। ঐক্যবদ্ধভাবে সে সম্ভাবনাকে কাজে লাগিয়ে  দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।’ তিনি পোণা মাছ অবমুক্ত করণসহ সব বিষয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্টদের। 

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]