- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

ছাতকে অবসরপ্রাপ্ত ৪৪ প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

ছাতকে অবসরপ্রাপ্ত ৪৪ জন প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার (১০সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শিক্ষক সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বাংলাদেশ সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির ছাতক উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত বিদ্যায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরী, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মাসুম মিয়া, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্ত্তী, সুনামগঞ্জ জেলা সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এএসএম মিসবাহুজ্জামান শিলু, উপজেলা আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কিরন।

সরকারী প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির ছাতক উপজেলা শাখার সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা সভায় সংবর্ধিত অথিতির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, সুরাইয়া বেগম। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, দুলন কুমার তরফদার, বাসবী চৌধুরী লিলি, অমল রঞ্জন তালুকদার, আরিফুল ইসলাম, বঙ্কিম আচার্য্য, হরিদাস রায়, মাওলানা শামসুল ইসলাম, বাবু লাল শর্ম্মা, আশিকুর রহমান, জুলহাস উদ্দিন, আশিষ কুমার দাস, অসিম চক্রবর্ত্তী, শিউলী দাস, পল্লবী চৌধুরী, আতিকুল ইসলাম, এএসএম ইসলাম উদ্দিন, সাদ উল্লাহ, আব্দুর রহমান, গোলাম মোস্তফা, নিজাম উদ্দিন, স্বপন কুমার তালুকদার, আবু সাইদ মাহমুদ, শাহিনা বেগম, নাদিরা পারভিন, ছালেহ আহমদ কবির প্রমুখ।\

সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গোবিন্দ মোহন দাস। সভার শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন প্রধান শিক্ষক শামছুল ইসলাম গীতা পাঠ করেন বাসবী চৌধুরী লিলি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]