- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

ছাতকে দু’ পক্ষের সংঘর্ষে আহত ৫০, আটক ১৫

ছাতকে পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০জন লোক আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের দেবেরগাও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে ১৫রাউন্ড টিআরশেল-রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন জাউয়া বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ ময়নুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতি দেবেরগাও এলাকার ভরাটকৃত কুড়ি বিলের জায়গা দখল নিয়ে গ্রামের আরশ আলী, ফরিদ মিয়া এবং জাফরুল ইসলাম ও ছয়ফুল ইসলামের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে জাউয়া বাজারের তালহা টেইলার্সে জাফরুল ইসলাম ও জাহেদ আহমেদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে গ্রামে গিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় উভয়পক্ষের প্রায় ৫০ ব্যক্তি আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত জাফরুল ইসলাম, ময়নুল হক, মাসুম আহমদ, বাবলা মিয়া ও জাকি আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের কৈতক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। কৈতক হাসপাতাল থেকে পুলিশ শামসুল হক (৩০), ইব্রাহীম আলী (১৯), আব্দুল হান্নান (৮০), আব্দুল হেকিম (৩৫), শাহ আলম (২২), শাহ জাহান (২৮), নিজাম (২৬), জহির উদ্দিন (৩০), সুমন (১৮), জাহেদ (২২), সুন্দর আলী (৪৫), সুজন মিয়া (৩০), মারজান আহমদ (২৫), বদরুল আলম (২৮), সায়েদ আহমদকে (২৫) আটক করেছে। এ ঘটনায় জাউয়া বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ ময়নুল ইসলাম আটককৃতদের ছাতক থানায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]