- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

ছাতকে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ছাতকে যাত্রীবাহী বাস ও সিএনজি অটো-রিকশার মুখোমুখি সংঘর্ষে জাকির হোসের (২২) নামের এক যাত্রী নিহত হয়েছে। সে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার লামা পারকুল গ্রামের আবদুল হান্নানের ছেলে। দূর্ঘটনায় চালকসহ সিএনজি অটো-রিকশার আরও ৫ যাত্রী আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৯ আগস্ট) দুপুরে সিলেট-ছাতক সড়কের তকিপুর ও গড়গাঁও গ্রামের মধ্যখানে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটো-রিকশা জব্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছাতকের কালারুকা বাজার থেকে গোবিন্দগঞ্জের উদ্দেশ্যে ৫জন যাত্রী নিয়ে সিএনজি অটো-রিকশা চালক বায়জিদ আহমদ যাত্রা শুরু করে। ছাতক-সিলেট সড়কের গড়গাঁও ও তকিপুর গ্রামের মধ্যখানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে দ্রুতগামীর যাত্রীবাহী আহাদ এন্ড মাইশা নিউ সউদিয়া স্পেশাল সার্ভিস বাস (নং-মৌলভীবাজার-জ-১১-০২০৬) সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটো রিকশার (নং-সুনামগঞ্জ-থ-১১-০৯৮৫) যাত্রী ও চালকসহ ৬জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে পৌঁছার পর কর্তব্যরত চিকিৎসক আহত জাকিরকে মৃত ঘোষণা করেন। এদিকে দূর্ঘটনার পর সড়কে বাস রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বাস চালক ও হেলপার।

দূর্ঘটনা কবলিত বাস ও সিএনজি অটো রিকশা জব্দ করা হয়েছে বলে থানার উপ-পরিদর্শক আসাদুজ্জামান রাসেল জানিয়েছেন। ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সিএনজি-অটো রিকশার এক যাত্রী মারা গেছে। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানায় আটক আছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]