- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

ছাতকে মদ, জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ছাতকে মদ, জুয়া ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের সরিষপুর পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানব বন্ধন চলাকালে মৌলভী আব্দুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আবু বকর সিদ্দীকের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পালপুর জালালিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বক্কর সিদ্দীক। বক্তব্য রাখেন, মাওলানা আবু তোফায়েল মোহাম্মদ আব্দুল মান্নান, মাহবুবুল হাসান জুয়েল, আবু জাহের, রইছ আলী, সুরুজ আলী, আব্দুল আহাদ সুমন, দিজু কুমার দাস, জমশের আলী, আবু তাহের, মাফিজ আলী, আব্দুল মোমিন, নেছার আলম, হাফিজ রিয়াজ উদ্দিন, খুরশিদ আলী, মোজাহিদ আলী, আব্দুন নূর প্রমুখ। মানববন্ধনে সরিষপুর, ছৈলা, বাগইন, রামপুর, কল্যানপুর, পালপুরসহ কয়েটি গ্রামের মানুষ অংশ গ্রহন করেন। পথসভায় বক্তার বলেন, একটি চিহ্নিত চক্র এলাকায় মাদক ব্যবসা, জুয়া খেলা ওঅসামাজিক কার্যকলাপ চালিয়ে এলাকার পরিবেশ ও যুব সামজকে ধ্বংস করে যাচ্ছে। পবিত্র রমজান মাসেও তারা এসব অপকর্ম করে যাচ্ছে প্রকাশ্যে। গত ২৩ মে সকালে এলাকার সচেতন যুবসমাজ ও ধর্মপ্রান মুসল্লীরা এসব ইসলাম বিরোধী কর্মকান্ডে বাধাঁ দেয়া মাদকসেবী ও জুয়ারীরা সংবদ্ধ হয়ে মুসল্লীদের উপর হামলা করে ৫-৬জন মুসল্লীকে আহত করে। এতেও তারা ক্ষান্ত না হয়ে একর পর এক হুমকী দিয়ে যাচ্ছে মুসল্লীদের। এলাকার এসব মাদক চক্রকে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করছেন বক্তারা

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]