ছাতক :: ছাতকে যৌতুক না দেয়ায় সুজিতা বেগম (৩০)  নামের এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার ভোরে স্বামিসহ পরিবারের লোকজন তাকে মধ্যযূগীয় কায়দায় নির্যাতন করলে সে গুরুতর আহত হয়। এসময় তাকে কৈতক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার অবস্থা আশংকাজনক থাকায় তাকে সিলেট ওসমানী মেডিকেল  কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রোববার বেলা ২টায় সে মৃত্যুবরণ করে। সুজিতা উপজেলার সিংচাপইড় ইউপির বড় সৈদেরগাঁও গ্রামের আব্দুল জলিলের স্ত্রী। মৃত্যুর পর স্বামির বাড়ির লোকজন বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেছে। এ ঘটনার ব্যাপারে বোন ফিরোজা বেগম বলেন, তার বোন সুজিতাকে দীর্ঘদিন থেকে যৌতুকের জন্য তার স্বামি ও পরিবারের লোকজন নির্যাতনকরে আসছিল। ঘটনার রাতে ও সকালে তাকে নির্যাতনের পর তার মূখে বিষ ঢেলে তাকে হত্যা করে। ইউপি সদস্য আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত চলছিল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn