- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

ছাতকে সিগারেট নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত ২০

ছাতকের পল্লীতে সিগারেটের দর কষাকষি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্থানীয় মহিলা সদস্যাসহ অন্তত ২০জন আহত হয়েছে। গুরুতর আহত ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (০৪ মার্চ) দুপুরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের রাধানগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়- রাধানগর গ্রামের চুনু মিয়ার দোকানে সিগারেট ক্রয় করতে যায় একই গ্রামের আহমদ আলীর পুত্র খালেদ আহমদ। দোকান মালিক চুনু মিয়ার ভাগনে আজমান আলীর সাথে সিগারেটের মূল্য নিয়ে বাক-বিতণ্ডা হয় খালেদ আহমদের।

এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় আধঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।সংঘর্ষে গুরুতর আহত হোসেন আহমদ, অলিউর রহমান ও পাবেল আহমদকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্য আহত আজিজুল ইসলাম,আতিকুর রহমান, চুনু মিয়া, মুহিবুর রহমান, পামেল, আব্দুস ছালাম, কালা মিয়া, নুর আহমদ, জমির আলী, আম্বর আলী, আব্দুস সহিদ, হোসেন মিয়া, ইউপি সদস্যা চন্দ্রমালা বেগম, আনোয়ার হোসেন, নাজিম উদ্দিনসহ অন্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]