চান মিয়া, ছাতক :সুনামগঞ্জের ছাতকে অপরাধমুক্ত সমাজ গঠনের সকল উদ্বোদ্ধ করার প্রত্যয় নিয়ে দঝূর্নীতি বিরোধী ৪কিঃমিঃ দীর্ঘ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শুক্রবার (১০মার্চ) সকালে ছাতক বহুমুখী মডেল হাইস্কুলের মহসিন ফিল্ড থেকে মাধবপুরস্থ শিখা সতের পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের আয়োজনে ও ছাতক উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহসিন ফিল্ডে মানববন্ধন পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফয়জুল ইসলাম। উপজেলা উপজেলা সমবায় অফিসার বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক (চদা) সাবেরা আক্তার, দুর্নীতি দমন কমিশনের সিলেট বিভাগীয় উপ-পরিচালক শিরিন পারভিন, ছাতক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান, এসিল্যান্ড শেখ হাফিজুর রহমান, ছাতক অনার্স ডিগ্রী কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, সুনামগঞ্জ মহিলা পরিষদের সভানেত্রী শিলা রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান-তোতা মিয়া। উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজল, জেলা পরিষদের (সংরক্ষিত মহিলা) সদস্য নুুরুন্নাহার চৌধুরী চিনু, উপজেলা বিদ্যুত উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার, থানা অফিসার্স ইনচার্জ আসেক সুজা মামুন,  উপজেলা কৃষি অফিসার কেএম বদরুল হক, সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ছাতক মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, ছাতক প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চান মিয়া, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, কোষাধ্যক্ষ আতিকুর রহমান মাহমুদ, ক্রিড়া ও সাস্কৃতিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সাংবাদিক মোশাহিদ আলী, হেলাল আহমদ, ছাতক ও গোবিন্দগঞ্জ এলাকার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, প্রশাসনিক কর্মকর্তা, জন প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব বিভিন্ন পেশার লোকজন দূর্নীতি মুক্ত সমাজ গড়ার প্ল্যাকার্ড হাতে নিয়ে মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn