- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

ছাতক পৌরসভা মাস্টার ড্রেন নির্মাণে পুকুর চুরি!

সুনামগঞ্জের ছাতক পৌরসভার জলাবদ্ধতা নিরসনে চলমান মাস্টার ড্রেন নির্মাণে ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। প্রায় ৫কোটি টাকার এ প্রকল্পে বর্তমানে পুকুর চুরির মতো ঘটনা ঘটছে। এনিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে নিয়মানুযায়ী উন্নতমানের এলসি পাথর অথবা ভোলাগঞ্জের পাথর দিয়ে ড্রেন নির্মাণের কথা থাকলেও বর্তমানে টিলার নিম্নমানের লাল পাথর দিয়ে চলছে এ কাজ। এছাড়া জং ধরা রড ব্যবহার ও বৃষ্টির মধ্যে ঢালাইয়ের কাজ করায় কাজের মান নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

জানা যায়, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে সাব-কন্ট্রাক্ট হিসাবে কাজ করে ছাতকের স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। পৌর শহরের কোর্ট রোড থেকে হাইস্কুল মার্কেট পর্যন্ত শিডিউল অনুযায়ী কাজ হলেও বর্তমানে আরেকটি প্রতিষ্ঠান এই কাজের দ্বায়িত্ব নেওয়ার পর ব্যাপক অনিয়ম পরিলক্ষিত হয়। এতে বিশাল এ প্রকল্পের সুফল পৌরবাসী কতদিন ভোগ করতে পারবে তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। এ ব্যাপারে প্রকল্পের প্রকৌশলী এনামুল মনি জানান, তিনি বিষয়টি জেনেছেন। কাজ পরিদর্শন করে ব্যবস্থা নিবেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]