- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

জগন্নাথপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে দখলে শৌচাগার দখলে’র অভিযোগ

 এবার ছাত্রলীগে নেতার বিরুদ্ধে গণশৌচাগার দখলের অভিযোগ পাওয়া গেছে। জগন্নাথপুর পৌর এলাকার গণশৌচাগারের জায়গা দখল করে উপজেলা ছাত্রলীগের যুগ্ম ও প্রচার সম্পাদক স্থাপনা নির্মান করেছেন বলে প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে । বুধবার দিবাগত রাতে কাজটি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে প্রায় ১০ বছর পূর্বে পুরান কাঠ বাজারের ব্যবসায়ীদের সুবিধার্থে পাকা গণশৌচাগার নির্মান করা হয়। সেই থেকে ব্যবসায়ী এবং জনসাধারণ এটি ব্যবহার করেছেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় ব্যবসায়ীরা ঐ গণশৌচাগারের সামনের জায়গায় বাঁশের খুঁটি স্থাপন করে উপরে টিন দিয়ে একটি স্থাপনা নির্মান করা হয়েছে দেখে চমকে যান। শুরু হয় তুমুল আলোচনা সমালোচনা। জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন জানান, রাতের আঁধারে গণশৌচাগার দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে। বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে অবহিত করা হয়েছে। আবেদনে তারা অভিযোগ করেছেন, উপজেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক তোহা চৌধুরী ও প্রচার সম্পাদক সজিব রায়ের বিরুদ্ধে। এ দুই নেতাই তাদের সাঙ্গপাঙ্গদের সহায়তায় শৌচাগারটি দখল উদ্দেশ্যে এসব স্থাপনা তৈরি করেছেন বলেও তারা উল্লেখ করেন। তবে তোহা ও সজিব তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ এ স্থাপনা নির্মাণের নিন্দা জানিয়ে অবিলম্বে তা অপসারণের জন্য প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। জগন্নাথপুরের ইউএনও মুহাম্মদ মাছুম বিল্লাহ সাংবাদিক ও ব্যবসায়ীদের জানিয়েছেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]