ভারতের বিতর্কিত ইসলাম প্রচারক জাকির নায়েকের ফাউন্ডেশনকে অর্থের যোগান দিতো দেশটির মোস্ট ওয়ান্টেড ডন দাউদ  ইব্রাহিম। এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম ‘সংবাদ প্রতিদিন’।খবরে বলা হয়, জাকির নায়েকের এনজিও ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের কাজকর্মে আগেই গণ্ডি টেনেছে কেন্দ্র। বহু সন্ত্রাসী জানিয়েছিল, এই এনজিও’র প্রচারেই তারা জেহাদের পথ বেছে নিয়েছে। পিস টিভির সম্প্রচারেও নিষেধাজ্ঞা জারি হয়েছিল। এবার জাকিরের কাজকর্ম সম্পর্কে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য।

সংবাদ প্রতিদিনের খবর, জাকির নায়েকের অর্থনৈতিক দিকটির দেখভাল করত আমির গজদার। গত ১৬ ফেব্রুয়ারি অর্থ পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়। এরপর তাকে জেরা করেই জানা গেছে, ইসলামিক ফাউন্ডেশনের কাজের অর্থ পাঠাত দাউদই। সুলতান আহমেদ নামে এক ব্যক্তি মাঝখানে থেকে এই লেনদেন চালাত।

খবরে আরও বলা হয়, এই তথ্য সামনে আসার পর জাকিরের সঙ্গে পাকিস্তান ও দাউদের যোগাযোগ নিয়ে আর কোন সংশয় থাকল না। এর আগে বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেছেন বিতর্কিত এই ধর্মপ্রচারক।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn