- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

জামালগঞ্জঃ রিক্সাচাল জাহাঙ্গীরে’র সততা

দিল আহমেদ– অগনিত অসৎ লোভী মানুষের মাঝেও বিরল সৎ মানুষ থাকেন। কদাচিৎ তাদের সাক্ষাৎ মেলে তখন মনে প্রশান্তি আসে যে সততা তাহলে দেশ ও সমাজে আছে নিরবে নিভৃতে। তাদের কোন প্রকাশ নেই তাদের তেমন চাওয়া পাওয়া লোভ লালসার তাগিদ নেই। মোটা কাপড়ে নিতান্ত সাধারণ জীবন যাপনে তারা দিব্যি সুখী। পরশ্রী কাতরতা বা বড় ধনে বৃন্দ্বু  মাত্র আসক্তি নেই। তাদের মানবতা আছে বলেই তারা মানুষ। এমনি মানবতার দৃষ্টান্ত দেখালেন রিক্সা চালক জাহাঙ্গীর আলম। জানা যায়- জাহাঙ্গীর আলম জামালগঞ্জ উপজেলার ফেনার বাঁক ইউনিয়নের শরীফ পুর গ্রামের আলী আজগরের ছেলে।আজ রবিবার দুপুরে জামালগঞ্জ লঞ্চঘাটের সামনে একটি ব্যাগে ১টি দামী এন্ড্রয়েড মোবাইল সেটসহ নগদ কিছু টাকা পান। তিনি ইচ্ছা করলে তা চেপে যেতেও পারতেন। কিন্তু তা না করে ব্যাগটি গিয়ে অফিসার ইনচার্জ আবুল হাসেম এর কাছে হস্তান্তর করেন। তার এই সততায় আজকের সময়ে অনুপম সরলতার পরিচয় দেয়। তাৎক্ষনিক মোবাইল সেট, টাকাসহ ব্যাগটির মালিক জামালগঞ্জের কলেজ পড়ুয়া ছাত্রী ছোট ঘাগটিয়া গ্রামের লাবণী বর্মনের হাতে তুলে দেন। এসময় উপস্থিতিরা রিক্সা চালকের সততায় মুগ্ধ হয়ে পাঁচ শত টাকা উপহার দেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]