- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

জামালগঞ্জে ভোটার দিবসে র‌্যালি ও আলোচনা সভা

জামালগঞ্জ :: জামালগঞ্জে “ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস- ২০২০ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২মার্চ) সকাল দশটায় উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা কার্যালয় প্রাঙ্গণ হতে র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশলী রামকুমার সাহাসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ ছিলো ভোটার তালিকা হালনাগাদ ও ডিজিটালাইজেশন করা। সরকারি ও বেসরকারি প্রত্যেকটা কাজে জাতীয় পরিচয়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভোটার তালিকায় ছবি সংযুক্ত থাকায় এখন আর কেউ দুইবার ভোটারও হতে পারবেন না। যতদিন যাচ্ছে সরকারে প্রচেষ্টায় ততই প্রযুক্তির উদ্ভাবন ঘটছে, অনুষ্ঠানে আরো বলেন প্রতিটি নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে, তাই আমাদের দেশ গড়তে হলে সঠিক সময়ে ভোটার হয়ে ভোট কেন্দ্রে ভোট নাগরিক কর্তব্য। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]