- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

জামালগঞ্জ :: ঈদের নতুন জামার টাকা নিয়ে ঝগড়া: ভাইয়ের হাতে খুন বড় ভাই

ঈদুল ফিতর উপলক্ষ্যে মায়ের নিকট নতুন জামা কাপড় কেনা ও হাত খরচের টাকা চাওয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জের জামালগঞ্জে সহোদর ছোট ভাইয়ের হাতে নিহত হলেন তার বড় ভাই। নিহতের নাম সুমন মিয়া। মঙ্গলবার (৪ জুন) বিকেল চারটার দিকে উপজেলার পূর্ব লম্বাবাক গ্রামে নিহতের নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত সুমন উপজেলার উওর ইউনিয়নের পূর্ব লম্বাবাক গ্রামের ইউসুফ আলীর ছেলে। নিহতের পরিবার ও প্রতিবেশিরা জানান, উপজেলার পূর্ব লম্বাবাক গ্রামের ইউসুফ আলীর স্ত্রীর নিকট তাদের ছোট ছেলে মামুন মিয়া (২০) মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে ঈদুল ফিতর উপলক্ষে নতুন জামা কাপড় কেনা ও হাত খরচের টাকা চায়। টাকা চাওয়াকে কেন্দ্র করে বড় ছেলে সুমন মিয়া (২৫) ও তার সহোদর ছোট ভাই মামুন উভয়ের মধ্যে নিজ বাড়িতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মামুন লাঠি দিয়ে বড় ভাই সুমনের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে পরিবার ও প্রতিবেশিরা আহত সুমনকে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মঙ্গলবার সন্ধায় জামালগঞ্জ থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ সুরতহাল রিপোর্ট তৈরির জন্য থানায় নিয়ে যায় আসে। জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন- ‘সুরতহাল রিপোর্ট তৈরির পর বৈরী আবহাওয়ার জন্য রাতে লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো সম্ভব হয়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]