আগামী ৩০ মার্চ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উপনির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত’র সহধর্মিনী নৌকার প্রার্থী ড. জয়া সেনগুপ্তার পক্ষে প্রচার কাজে অংশ নেয়ার লক্ষ্যে জেলা যুবলীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ জেলা শাখার আহ্বায়ক খায়রুল হুদা চপল।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ-এর প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল-কবির।বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের সিলেট বিভাগীয় সাংগঠনিক স¤পাদক আলহাজ্ব ফজলুল হক আতিক, মহানগর সিলেটের যুবলীগ নেতা শামসু উদ্দিন, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান সেন্টু, যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, সীতেশ তালুকদার মঞ্জু, বিপ্রেশ রায় বাপ্পী, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, জেলা যুবলীগের সদস্য ও ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজন ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবীর বলেন, ‘সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে এশিয়া মহাদেশের বিশিষ্ট পার্লামেন্টারিয়ান সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত নেতা সুরঞ্জিত সেনগুপ্ত’র সহধর্মিণী ড. জয়া সেনগুপ্তা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে নির্বাচনে জয়ী করতে প্রতিটি যুবলীগের নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে হবে। দলীয় প্রার্থীর বিপক্ষে কেউ অবস্থান নিলে তা সহ্য করা হবে না। যারা দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশের বাইরে কাজ করবেন তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হতে পারে না। তিনি আরো বলেন, ‘ড. জয়া সেনের বিজয় মানে শেখ হাসিনার বিজয়। এ জন্য দিরাই শাল্লার প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে সকলকে।’ জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস ও এডভোকেট রওনক আহমদের যৌথ সঞ্চালনায় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn