তাহিরপুর::  তাহিরপুর উপজেলার রামসার সাইট টাংগুয়ার হাওরে অভিযান চালিয়ে ২লক্ষাধিক টাকার মাছ ধরার সরমজাম আটক করা হয়েছে। এসময় মাছ ধরার সাথে জরিত কাউকে আটক করা যায় নি। অভিযানে নেতৃত্ব দেন টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল। সাথে ছিলেন,পুলিশ ও আসনার সদস্য।

স্থানীয় সুত্রে যানা যায়,রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত টাংগুয়ার হাওরে অভ্যয়ারন্য বিভিন্ন অংশে স্থানীয় জেলেরা কারেন্ট জাল,ছাই,মাছ ধরার বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে মাছ ধরছে। পরে টাংগুয়ার হাওরের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে কারেন্ট জাল,ছাই,মাছ ধরার ইঞ্জিন চালিত ২টি নৌকাসহ মাছ ধরার বিভিন্ন মালামাল আটক করেন। আটক দুটি নৌকা নিজেদের হেফাজতে রেখেছে। কারেন্ট জাল,ছাই সহ অন্যন্য মালামাল জনসম্মুখে আগুনে পুড়ানো হয়। এঘটনার সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিলটন চন্দ্র পাল।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn