রবিউল কমল-বৃষ্টি মানেই রোমান্টিকতা। আর সঙ্গে প্রেমিকা থাকলে তো কথায় নেই। তাই বলে প্রকাশ্যে চুমু! এমনই এক অভাবনীয় ঘটনা ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। বৃষ্টি ভেজা এক প্রেমিক জুটি একে ওপরকে প্রকাশ্যে চুমু দিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন। কারণ এটা কখনোই আমাদের সমাজ ব্যবস্থার একেবারেই যায় না। তবে সেই দৃশ্যটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সামাজিকমাধ্যমে এই জুটিকে নিয়ে এখন সমালোচনার ঝড় বইছে

এজন্য হয়তো শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় গেয়েছিলেন-

‘এই মেঘলা দিনে একলা

ঘরে থাকেনা তো মন

কাছে যাবো কবে পাবো

ওগো তোমার নিমন্ত্রণ।

আসলেই বৃষ্টির দিনে ঘরে মন বসে না। মনটা কোথায় যেন হারিয়ে যেতে চায় ভেসে চলা মেঘের মতো। তখন মনটা এক অজানা ভালোলাগায় ভরে যায়। বৃষ্টির রিমঝিম শব্দ নিমিষেই মনে করিয়ে দেয় প্রিয়জনের কথা। মন হয়ে যায় রোমান্টিক। আদিকাল থেকেই এসব রোমান্টিক স্মৃতির সাক্ষী এই বৃষ্টি। আবারও বৃষ্টি এক রোমান্টিক দৃশ্যের সাক্ষী হলো। ঘটনাটি আজ দুপুরের। রাজধানী ঢাকা শহরে চলছে ঝুম বৃষ্টি। ছাতা মাথায় কিংবা রিক্সার হুড নামিয়ে সবাই বৃষ্টি উপভোগ করছে। এমন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির বাইরে বসা ছিল এক প্রেমিক জুটি। ভিজতে ভিজতে চলছিল তাদের খুনসুটি, রোমান্টিকতা।হঠাৎ করেই হয়তো বেড়ে গিয়েছিল তাদের আবেগের পারদ। আর তাতেই দুজন দুজনকে চুমু দিয়ে ফেললেন। তবে সেই দৃশ্য ফাঁকি দিতে পারেনি ফটোগ্রাফার জীবন আহমেদের চোখকে। তিনি ক্যামেরাবন্দী করেন ভালোবাসা সেই চুমুর দৃশ্য। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ছবিটি। অনেকে একে ইতিবাচকভাবে প্রচার করেছেন। আবার কেউ কেউ এটাকে নেতিবাচকভোবে নিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn