- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

ট্রাম্পের কড়া সমালোচনায় হিলারি ক্লিনটন

ট্রাম্পকে নিয়ে এবার মুখ খুললেন হিলারি ক্লিনটন। নিউইয়র্কের ‘ওজি ফেস্টে’ অনুষ্ঠান চলাকালে ট্রাম্পের কড়া সমালোচনায় হিলারি বলেন, স্বাধীনতায় যারা বিশ্বাসী নয় একমাত্র তারাই পুতিনের সঙ্গে আলোচনায় বসতে পারেন। খবর সিএনএনের। ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিত ট্রাম্প-পুতিন বৈঠক ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে এবার তুলোধুনো করলেন তার বিরোধী দলের নেত্রী হিলারি ক্লিনটনও। তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের গণতন্ত্রে আঘাত হেনেছেন। তিনি শুধু নিজেকে না, আমাদের পুরো দেশকে অপমান করেছেন। ট্রাম্প আমাদের দেশের জন্য কিছু না বলে, পুতিনের প্রশংসা করলেন। এটা আমাদের কাছে এখনও রহস্যজনক । ‘এখনও রাশিয়ানরা আমাদের ভোটারদের তথ্য চুরি করার জন্য বসে আছে, সুযোগ পেলে তারা আবার সেটা করবে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ খুঁজে পেয়েছে, অথচ ট্রাম্প সেটি প্রত্যাখ্যান করেছেন’, বলেন হিলারি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]