- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

ঢাকায় অজ্ঞান পার্টির খপ্পরে জগন্নাথপুরের ফারুকী হুজুর গুরুতর আহত

ওয়াহিদুর রহমান ওয়াহিদ::  জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর-কেশবপুর ফাজিল (বিএ) মাদ্রাসার আরবী প্রভাষক জগন্নাথপুর উপজেলার স্বনামধন্য আলেম মাওলানা আবদুল করিম ফারুকী হুজুর ঢাকার কল্যাণপুর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খূইয়ে গুরুতর আহত হয়েছেন। জানাগেছে, গত ৪ ফেব্রুয়ারি রোববার রাতে গাড়িতে থাকা অজ্ঞান পার্টির এক সদস্য যাত্রী বেশে পাশে বসে আলাপ চারিতার এক পর্যায়ে ফারুকী হুজুরকে একটি পান খাওয়ায়। পান খাওয়ার কিছুক্ষণ পর থেকে ফারুকী হুজুর জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েন। এ সুযোগে অজ্ঞান পার্টির সদস্য ফারুকী হুজুরের পরনের পাজামা সহ সর্বস্ব লুট করে নিয়ে যায়। এদিকে-৫ ফেব্রুয়ারি সোমবার দুপুর ১২ টার দিকে ফারুকী হুজুরকে ঢাকার স্থানীয় হানিফ বাস কাউন্টার এলাকায় অচেতন বি-বস্ত্র অবস্থায় দেখতে পান পথচারী লোকজন। পরে গুরুতর আহত অবস্থায় হুজুরকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হুজুরের জ্ঞান ফিরেছে বলে হুজুরের সাথে থাকা লোকজন নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জগন্নাথপুরের আলেম-উলামা সহ সর্বস্তরের জনতার মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সেই সাথে জগন্নাথপুরের সাংবাদিক নেতৃবৃন্দ ফারুকী হুজুরের আশু সুস্থতা কামনা করেন এবং এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ। বিবৃতি দাতার হলেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ও জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সহ-সভাপতি কুহিনুর ওয়াহিদ, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাহিত্য সম্পাদক প্রভাষক মিছলুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মীরজাহান মিজান, দৈনিক সিলেটের মানচিত্র প্রতিনিধি কলি বেগম, দৈনিক সিলেটের দিনরাত প্রতিনিধি আফজাল মিয়া প্রমূখ। এছাড়া পৃথকভাবে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, জেপি নিউজ ডটকমের সম্পাদক রাশিদ আহমদ চৌধুরী মুরাদ, সংবাদকর্মী আলী জহুর, জগন্নাথপুর সংবাদপত্র বিক্রেতা সমিতির সভাপতি নিকেশ বৈদ্য। একই সাথে আলেম, শিক্ষক ও ব্যবসায়ী মহলের মধ্যে বিবৃতি দিয়েছেন, মাওলানা মুহি উদ্দিন মিসবাহ, শিক্ষক রুহুল আমিন, শহীদুল ইসলাম, শফিক উদ্দিন, আনোয়ার হোসেন, ব্যবসায়ী কিশোর মিশ্র, জাকিরুল ইসলাম, ওয়াহিদুর রহমান, ইসহাক আলী লিকসন, সুমন মিয়া প্রমূখ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]