- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

তাহিরপুরে পাউবো’র বাঁধের পাশে ওয়ার্ল্ডভিশনের বাঁধ নির্মাণ, অসন্তোষ

 তাহিরপুরে পানি উন্নয়ন বোর্ডের বেরি বাঁধের পাশে অগুরুত্বপূর্ন স্থানে ওয়ার্ল্ড ভিশনের বাঁধ নির্মাণ করায় অসন্তোষ প্রকাশ করেছেন সিলেট বিভাগীয় কমিশনার। গত শনিবার সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমুনারা খানুম তাহিরপুর উপজেলার শনির হাওরে ইকরামপুর বাঁধ পরিদর্শনে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের ২৫ ফুট প্রশস্ত বাঁধের পাশে ৫ ফুট প্রশস্ত বাঁধ দেখে তিনি বিষ্ময় প্রকাশ করেন। তাহিরপুর উপজেলার উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাধেঁর সঙ্গে বাঁধের কাজটি করাচ্ছেন। জানা যায়, চলতি বছর ওয়ার্ল্ড ভিশন তাহিরপুর পুর উপজেলায় হাওর প্রজেক্ট নামে অতি দরিদ্রদের সম্পৃক্ত করে একটি প্রকল্পে কাজ করছে। এ প্রকল্পে রয়েছে গ্রামীন সড়ক, বেরীবাঁধ মেরামত ও অবকাঠামো উন্নয়ন। এরই ধারাবাহিকতায় ওয়াল্ডভিশনের এ প্রকল্প উপজেলার দক্ষিন শ্রীপুর ইউনিয়নের ইকরামপুর গ্রামে পানি উন্নয়ন বোর্ডের বেরী বাঁধের পাশে কাজ করছে। বর্তমানে এ প্রকল্পে দৈনিক ৬শ টাকা মজুরীতে ৩৩ জন লোক প্রতিদিন কাজ করছে। এ কাজ চলবে আগামী ৩০ দিন পর্যন্ত। সে হিসাবে এ কাজের মোট ব্যয় দাড়ায় ৫ লাখ ৯৪ হাজার টাকা। এমন অগুরুত্বপূর্ন স্থানে  ৫ লাখ ৯৪ হাজার টাকা ব্যায়ে রাস্তা নির্মাণের কাজ দেখে শুধু মাত্র সিলেট বিভাগীয় কমিশনার বিষ্ময় প্রকাশ করেননি স্থানীয়রা বিষয়টি কৌতুহলের দৃষ্টিতে দেখছেন। এ বিষয়ে তাহিরপুর রায়পাড়া ওয়াল্ড ভিশন প্রকল্পের প্রোগ্রাম অফিসার জসিম উদ্দিন বলেন, শুনেছি এ বাধেঁর কাজটিতে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষ অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী বাধেঁর কাজ করাবো ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]