সোমবার তাহিরপুরে সামাজিক ছাত্র সংগঠন আর সি এ এর উদ্যোগে এক মাদক বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়। তাহিরপুরের সীমান্ত এলাকা কলাগাঁও থেকে তাহিরপুর পর্যন্ত প্রায় ত্রিশ কিলোমিটার দীর্ঘ এ পথযাত্রায় তাহিরপুরের বিভিন্ন গ্রাম থেকে শতশত ছাত্র ও যুবক অংশ নেয়। পদযাত্রা চলাকালে তাহিরপুরের কলাগাঁও, চারাগাও, লাকমা, টেকেরঘাট, বড়ছরা, চাঁনপুর, শান্তিপুর,  বাদাঘাট ও তাহিরপুর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবুল বাশার জুয়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ফখরুদ্দিন এর সঞ্চালনায় এসব পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মাসুক মিয়া, জাবেদুর রহমান জাবেদ, ইকবাল হোসেন সেলিম, সংগঠনের প্রধান  উপদেষ্টা সজিব আহমেদ সজল, ওয়াহিদুল হক, মো: হারুনুর রশীদ,  দীন ইসলাম, হাবিবুর রহমান খোকন, শরীফ আহমেদ, সাদ্দাম হোসেন, জয়নাল আবেদিন, জুয়েল মিয়া, শাফিল মিয়া, হিরন মিয়া, বায়জিদ আলম, সিরাজুল ইসলাম, মহসিন, আমিরুল, সোহাগ মিয়া, পাবেল, শামীম, রাজ প্রমুখ। সভায় বক্তারা বলেন, নয়নাভিরাম সৌন্দর্যময় তাহিরপুরের রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। তাহিরপুরের মানুষ শান্তিপ্রিয় ও সৌহার্দপূর্ণ। কিন্তু গত কয়েকবছর ধরে অত্র উপজেলাজুড়ে পড়েছে মাদকের বিষাক্ত থাবা। বিশেষ করে সীমান্ত এলাকায় এই উপরিস্থিত আরও ভয়ানক।  তরুণ প্রজন্ম সেবন করছে মদ, গাঁজা থেকে শুরু করে ইয়াবা, হেরুইন পর্যন্ত সব ধরনের মাদকদ্রব্য। এতে তরুনরা হয়ে উঠছে কর্মবিমুখ ও অমানবিক। নষ্ট হচ্ছে তাদের সৃজনশীল প্রতিভা।  যা ব্যক্তি,  সমাজ ও দেশের অগ্রযাত্রার পথে অন্তরায়।  আই এসব মাদক সেবন ও মাদক ব্যবসা অবিলম্বে বন্ধ করতে হবে। এজন্য সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। পদযাত্রা ও পথসভা শেষে। এরপর আরসিএর পক্ষ থেকে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পূর্ণেন্দু দেব এর কাছে তাহিরপুরে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn