- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

তাহিরপুরে ৩৮টি অতিথি পাখি আটক পরে পুলিশের জিম্মা থেকে উদাও

 তাহিরপুর উপজেলায় টাংগুয়ার হাওর সংলগ্ন মাটিয়ান হাওরপাড় থেকে থানা পুলিশের হাতে আটককৃত ৩৮টি (এক বস্তা) অতিথি পাখির কোন হাদিস মিলছে না। এদিকে পুলিশ বলছে হাওরে অবমুক্ত করা হয়েছে। কখন ছাড়া হল তা কেউ জানে না। এলাকাবাসী সূত্রে জানাযায়,এক পাখি বিক্রেতা মাটিয়ান হাওরের পশ্চিমপাড় থেকে বুধবার দুপুর ১২টায় পাখি নিয়ে নৌকা যোগে তাহিরপুর বাজারের দিকে আসছিল। সে সময় পুলিশের উপস্থিতিটের পেয়ে ঐ পাখি বিক্রেতা পাখি ফেলে পালিয়ে যান। ফেলে যাওয়া পাখি আটক করে তাহিরপুর থানার পুলিশের সদস্য জাহাঙ্গীর আলম থানায় নিয়ে যায়। এ বিষয়ে তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধরের কাছে অতিথি পাখি আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,আটককৃত অতিথি পাখি টাঙ্গুয়া হাওরে আটকের পর পরেই অবমুক্ত করা হয়েছে। টাঙ্গুয়ার হাওরে কোন অতিথি পাখি অবমুক্ত হয়েছে কিনা এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পূর্ণেন্দু দেব বলেন,আমি আপনার কাছে অতিথি পাখি আটকের বিষয়টি প্রথম শুনেছি।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]