- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

তাহিরপুর সীমান্তে অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব

 তাহিরপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ২টি পিস্তল সহ ১ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।  বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে তাকে গ্রেফতার করে সুনামগঞ্জ র‌্যাব- ৯।  গ্রেফতারকৃতর নাম সুজন মিয়া (৩০)। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের গুটিলা গ্রামের আলা উদ্দিনের ছেলে। র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব -৯ সিপিসি ৩ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার ফয়সাল আহমদের নেতৃত্বে র‌্যাবের একটি টহল দল তাহিরপুর সীমান্তবর্তী বারেকটিলায় অস্ত্রের ক্রেতা সেজে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে কৌশলে সুজনকে ভারতীয় ২টি পিস্তল সহ তাকে গ্রেফতার করে। সুনামগঞ্জ – র‌্যাব ৯ এর লে.কমান্ডার ফয়সল আহমেদ জানান, গ্রেফতারকৃত সুজন মিয়া বিগত কয়েক বছর ধরে মোটরসাইকেল চালক বেশে চাঁনপুর সীমান্তের বারেকটিলাকে চোরাচালানের রুট হিসাবে ব্যবহার করে যাদুকাঁটার নৌ ও বিভিন্ন সড়ক পথে  ভারতীয় গবাধিপশু, মাদক ও অস্ত্রের ব্যবসা করে আসছিলো। বিভিন্ন কৌশল অবলম্বন করে তাকে গ্রেফতার করে র‌্যাব তাহিরপুর থানায় অস্ত্র আইনে তার বিরোদ্ধে একটি মামলা দায়ের করেছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]