- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

তোমরা ইতিহাস সৃষ্টি করেছো: মুশফিক-সাকিবকে প্রধানমন্ত্রী

শততম টেস্টে ঐতিহাসিক জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বরাবরই ক্রিকেটপ্রেমী হিসেবে পরিচিত। দেশের মাটিতে বাংলাদেশের খেলা হলে টাইগারদেরকে উৎসাহ দিতে তিনি বহুবার স্টেডিয়ামে গিয়েছেন। এবার শতমত টেস্টে শ্রীলংকাকে হারানোর পর বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম এবং অলরাউন্ডার সাকিব আল হাসানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘তোমরা ইতিহাস সৃষ্টি করেছো , তোমাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি।’

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকর্মীদেরকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, কলম্বো টেস্টে জয় আসার পর টাইগারদেরকে ফোন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি দুই জনের সঙ্গে কথা বলেন। আর মুক্তিযুদ্ধের রণধ্বনী জয় বাংলা বলেই তিনি কথা শেষ করেন। শ্রীলংকা সফরের দ্বিতীয় টেস্টটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হওয়ার একটি কারণ, এটি টাইগারদের শতমত টেস্ট। প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের কারণে এই টেস্টের শুরুতে দলের পারফরম্যান্স নিয়ে নানা শঙ্কা ছিল। তবে টাইগাররা সব প্রশ্নের জবাব দিয়েছেন মাঠেই। ব্যাট-বলে দাপট দেখিয়ে জিতেছে মুশফিক বাহিনী। শেষ দিকে স্নায়ুর চাপে পড়লেও তা উৎড়ে গেছে তারা।

উল্লেখ্য, কলম্বোর পি সারা ওভালে ঐতিহাসিক ম্যাচটি ৪ উইকেটে জিতল মুশফিক বাহিনী। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশ পেল দুর্লভ জয়ের মর্যাদা। শততম টেস্ট জয়ের কৃতিত্ব যে নেই ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোরও। এ জয়ে ‘জয় বাংলা কাপ’ বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভাগাভাগি করে নিল। দুই ম্যাচের টেস্ট সিরিজ হলো ১-১ এ ড্র।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]