- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

দাঙ্গায় উস্কানির অভিযোগে ভারতের ফেসবুক পলিসি প্রধানের পদত্যাগ

 বার্তা ডেক্সঃঃচরম বিতর্কের মুখে পড়ে ফেসবুক ছাড়লেন প্রতিষ্ঠানটির ভারতীয় পলিসি হেড আঁখি দাস। আঁখি দাস ছিলেন ফেসবুকের দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান কর্মকর্তা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের পুত্রবধূ আঁখি ৯ বছর সংস্থাটির সঙ্গে যুক্ত ছিলেন। গত আগস্ট মাসে বিতর্কের কেন্দ্রে উঠে আসে আঁখির নাম। সে সময় মার্কিন প্রবাবশালী গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে দিল্লিতে মুসলিমবিরোধী দাঙ্গায় উস্কানি এবং নির্বাচনের সময় বিজেপিকে ‘অনৈতিক’ সহায়তা দেয়াসহ নানা কাণ্ড। যার ফলে দাঙ্গা তীব্র আকার ধারণ করে বলে দাবি করে ওয়াল স্ট্রিট জার্নাল। এর আগে, তৃণমূলের প্রতি তার পক্ষপাতের অভিযোগ তুলেছিল সিপিএম। এরপরই তার পদত্যাগের দাবি ওঠে বিভিন্ন রাজনতৈক দল ও সংস্থার পক্ষ থেকে। যদিও ফেইসবুক এসব অভিযোগ অস্বীকার করে বলেছেন, সামাজিক কর্মকাণ্ডে মনোযোগ দিতেই পদত্যাগ করেছেন আখিঁ দাস। সূত্র : জিনিউজ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]