- সুনামগঞ্জ বার্তা - http://sunamganjbarta.com -

দিরাইয়ে ইজিবাইক বন্ধের দাবিতে রিক্সা চালক সমিতির মানববন্ধন

দিরাই ::উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সুনামগঞ্জের দিরাই পৌরশহরে অবাধে চলছে অটোরিক্সা ও ইজিবাইক। আর এসব অবৈধ অটোরিক্সা ও ইজিবাইক বন্ধের দাবি নিয়ে পৌরসদরের প্রধান সড়ক পরিদর্শন ও মানববন্ধন করেছে দিরাই রিক্সা চালক সমিতির শ্রমিক এবং মালিক সমিতির সদস্যরা। রবিবার (১১ অক্টোবর) পৌরসভার থানা পয়েন্টে দিরাই রিক্সা চালক সমিতি ও মালিক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, পৌর এলাকায় ব্যাটারি চালিত এসব অবৈধ অটোরিক্সা ও ইজবাইকের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নিয়ে অবাধে চলাচলের সুবিধা করে দিচ্ছে ট্রাফিক পুলিশের লোকজন। এর ফলে এরা অবাধে চলাচল করতে পারছে। এদিকে এবিষয়ে ট্রাফিক পুলিশের সাথে কথা বল্লে তারা বিষয়টি অস্বীকার করেন। মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা কফিল উদ্দিনের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- মোবাশ্বির মিয়া, বাচ্চু মিয়া খালেক মিয়া, স্বপন মিয়াসহ রিক্সা চালক সমিতি ও মালিক সমিতির সদস্যরা।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on Facebook [১]Share on Google+ [২]Tweet about this on Twitter [৩]Email this to someone [৪]Share on LinkedIn [৫]