দিরাই উপজেলার কর্নগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলায় জমসেদ খা (৪০) নামের একজন নিহত ও ৮জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত আলমগীর খা ও আলম খাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত জমশেদ খা কর্নগাও গ্রামের ওসমান খার ছেলে।  বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে গ্রামের সামনে দিরাই-মদনপুর সড়কের কর্ণগাও পয়েন্টে এই দুই পক্ষে সংঘর্ষ শুরু হলে হতাহতের ঘটনা ঘটে। রাস্তার পাশের পয়েন্টের আব্দুল্লাহ মিয়ার দোকান ঘরে শালিশ বৈঠক চলাকালীন সময়ে গ্রামের আবুল ওয়াফার লোকজন বৈঠকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার।  এ ঘটনায় পুলিশ কর্ণগাঁও গ্রামের আবুল হোফা (৭৫), তার ছেলে আব্দুল গফফার (৫০), আব্দুল ওয়াহিদ (৪০), আব্দুল মুহিত (৩৫) ও তার ভাতিজা আবদুল মতিন (৪০) কে পুলিশ দিরাই ,মদনপুর সড়ক থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করেছে। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে গ্রামের আবুল ওয়াফা ও আলম খা’র লোকজনের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিষ্পত্তি করার লক্ষ্যে বৃহস্পতিবার বিকালে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। কর্নগাঁও বাজারে আব্দুল্লাহ মিয়ার ঘরে আয়োজিত সালিশে উভয় পক্ষের লোকজন বসেছিলেন। সালিশে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষ তর্কে জড়িয়ে পড়ে। এসময় প্রতিপক্ষের আঘাতে আলম খার পক্ষের জমসেদ খাসহ ৫ জন আহত হন। দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসার পথেই জমসেদ খা মারা যান।  দিরাই থানার ওসি মোস্তফা কামাল হতাহতের ঘটনার সত্যতা স্বীকার করে বলছেন,‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn