দিরাই বাজারে জামায়াতের একটি সভায় প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতা দিরাই পৌরসভার সুজানগরের বাসিন্দা জামায়াতকর্মী এমরান হোসেনকে নিজ বাড়ি সংলগ্ন রাস্তা থেকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ। শুক্রবার রাত ৩টার দিকে দিরাই থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেপ্তার করে। দিরাই থানার ওসি তদন্ত মো. দেলোয়ার হোসেন এমরানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় এমরানকে গ্রেপ্তার করে রোববার সকালে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে। ওই ওয়ার্ডের কাউন্সিলর সোহেল চৌধুরী বলেন, সুজানগর গ্রামের দিনমজুর খাদিম উল্লার ছেলে এমরান বছর দুই-এক আগে দিরাই বাজারে জামায়াতের একটি সভায় প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান তাঁর বিরুদ্ধে দিরাই থানায় অভিযোগ করলে সে কিছুদিন গাঁ-ঢাকা দিয়ে থাকে। সে বিভিন্ন সময় এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্টের অপতৎপরতায় লিপ্ত। গত বছর নাশকতার মামলায় তার ছোট ভাই শিবির কর্মী আবুল হোসেন জেল খেটেছে। উপজেলা পরিষদ রোডের জামায়াত কার্যালয়ে তাদের গোপন বৈঠকে পুলিশ হামলা চালালে সে পালিয়ে যায়। গত রাতে আওয়ামী লীগের ইফতার পার্টিকে সামনে রেখে নাশকতার সৃষ্টি করার পায়তারায় লিপ্ত হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি পেয়েছে।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn