দিরাই:: দিরাইয়ের রাজানগর ইউনিয়নের রাজানগর বড়হাটি গ্রামে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজানগর বড়হাটি গ্রামের মৃত আব্দুর গফুর ওরফে পাহারাদার’র পুত্র তোফায়েল মিয়া (২৫)। বুধবার ভোররাত্র ৪ টায় দিরাই থানার এসআই মশিউর রহমান’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তোফায়েলকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত তোফায়েলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে এসআই মশিউর রহমান বলেন, রাজানগর বড়হাটি গ্রামের আব্দুর রহিম দিরাই থানা পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। আব্দুর রহিম ও তার মেয়ে জামাই গ্রেফতারকৃত তোফায়েল আইনশৃঙ্খলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিল। আব্দুর রহিমকে গ্রেফতারে দিরাই থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নির্দেশনামতে অভিযান অব্যাহত থাকবে। এদিকে তোফায়েলের গ্রেফতারে রাজানগর এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি নেমে এসেছে। গ্রামের মন্নার মিয়া, রতি সহ একাধিক গ্রামবাসী এ প্রতিবেদককে বলেন, একসময়ের দিনমজুর আব্দুর রহিম মাদক ব্যবসায় জড়িয়ে রাতারাতি লক্ষ লক্ষ টাকা মালিক হয়ে গেছে। আব্দুর রহিম ও তোফায়েলের কারণে এলাকার যুব সমাজ আজ ধ্বংসের ধারপ্রান্তে। আব্দুর রহিমকে গ্রেফতার করে আইনের আওতায় এনে এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন এলাকাবাসী।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :Share on FacebookShare on Google+Tweet about this on TwitterEmail this to someoneShare on LinkedIn